Use APKPure App
Get SSC Routine 2022 এসএসসি রুটিন old version APK for Android
Programme de suivi : SSC Routine 2022
এসএসসি রুটিন ২০২২: সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন।
দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ড যেমন- ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন।
২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৫/০৯/২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে (ব্যবহারিক বিষয় বাদে) ০১/১০/২০২২ খ্রি. তারিখ শনিবারে।
ব্যবহারিক পরীক্ষা চলবে ১০/১০/২০২২ থেকে ১৫/১০/২০২২ খ্রি.. তারিখ পর্যন্ত।
প্রতিটি পরীক্ষা (তত্ত্বীয়) সকাল ১১ টা হতে শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত।
2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের বিশেষ নির্দেশাবলি
ঢাকা বোর্ড প্রকাশিত সকল বোর্ডের এসএসসির রুটিনে পরীক্ষার্থী, কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১৪টি নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনাগুলো সকলকে মেনে চলার বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে ।
৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।
৪. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
৫. সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
সংশ্নিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
৬. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০. পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
১১.কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।
১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪. পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
Telechargé par
Javiera Diaz
Nécessite Android
Android 5.1+
Catégories
Signaler
Last updated on Oct 17, 2022
Initial Release
SSC Routine 2022 এসএসসি রুটিন
1.1 by ExNet
Oct 17, 2022